Site icon Jamuna Television

‘ব্রিটেনের সাথে সর্ম্পকোন্নয়নে সময় বাড়াতে প্রস্তুত ইইউ’

ব্রেক্সিটের পর, ব্রিটেনের সাথে সর্ম্পকোন্নয়নের জন্য সময় বাড়াতে প্রস্তুত ইইউ। বৃহস্পতিবার, জোটের সম্মেলনের পর এমন মন্তব্য করেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।

তিনি বলেন, বিচ্ছেদের পর ইইউ-ব্রিটেন বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক স্থিতিশীল অবস্থায় নিতে ২১ মাসের ‘ট্রানজিশন পিরিয়ডের’ প্রস্তাব দেয়া হয়েছিলো। চুক্তি বাস্তবায়নের খাতিরে এই সময়সীমা বাড়াতে প্রস্তুত ইইউ।

জোটের শীর্ষ সম্মেলনে, ব্রেক্সিট কার্যকরে সময়বৃদ্ধির আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। যদিও, তার এই প্রস্তাবনার ব্যাপক সমালোচনা করেন দেশের ব্রেক্সিট সমর্থকরা।

২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে, ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হওয়ার কথা যুক্তরাজ্যের। সে অনুযায়ী, ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিলো দু’পক্ষের মাঝে চুক্তি সম্পাদনের শেষ সময়সীমা।

Exit mobile version