Site icon Jamuna Television

হাইতিতে থামছেই না সহিংসতা, নিহত ১০

হাইতির রাজধানীতে টহল পুলিশ। ছবি: রয়টার্স

হাইতিতে সশস্ত্র গোষ্ঠিদের মধ্যে চলমান সহিংসতায় নিহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (১৮ মার্চ) রাজধানী পোর্ট অব প্রিন্সের কাছের একটি এলাকা থেকে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ মরদেহগুলো।

বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানান, সোমবার অভিজাত এলাকা পেশন-ভিলের সড়কে অন্তত ১০টি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। মৃতদেহগুলোর কয়েকটি গুলিবিদ্ধ ছিল। পরে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহগুলো সরিয়ে নেয়া হয়। তবে তারা কীভাবে মারা গেল অথবা কোন গোষ্ঠীর, সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

ধারণা করা হচ্ছে, দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে হয়েছে এই হতাহতের ঘটনা। গোষ্ঠিগত সহিংসতাকে কেন্দ্র করে হাইতিতে বেড়েই চলেছে অস্থিরতা। রাজধানীসহ আশপাশের এলাকাগুলোয় সংঘাত বেড়েছে ব্যাপকহারে।

এদিকে, দেশটিতে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নাগরিকদের দেশে ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। সীমান্তে বাড়তি সতর্কতা বজায় রেখেছে পার্শ্ববর্তী দেশ ডোমিনিকান রিপাবলিক। সহিংসতার কারণে সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। প্রধানমন্ত্রীর অনুপস্থিতির সুযোগে রাজধানী ঘিরে সহিংসতা আরও বেড়েছে।

/এএম

Exit mobile version