Site icon Jamuna Television

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির অগ্রগতি পরিদর্শন করলেন কিম

অত্যাধুনিক মিসাইলের ইঞ্জিন পরীক্ষা পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার (১৯ মার্চ) চালানো হয় এ পরীক্ষা। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম উপকূলের কাছাকাছি সোহাই স্যাটেলাইট লঞ্চ স্টেশন থেকে স্থানীয় সময় সকালে ও বিকেলে দুই দফায় চলে এ কর্মসূচি। আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টায় অগ্রগতি তদারকি ও পরামর্শ দিয়েছেন পিয়ংইয়ংয়। ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের একটি অঞ্চল গুয়ামসহ ওই অঞ্চলের আরও দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

বুধবার, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই এর উদ্দেশ্য। পরীক্ষা সফল হয়েছে বলেও দাবি করা হয়। জানানো হয়, খুব শিগগিরই ছোড়া হবে হাইপারসনিক মিসাইলটি। মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি পরিচালিত হয় সলিড-ফুয়েল ইঞ্জিন দিয়ে। গত জানুয়ারিতে, একই প্রযুক্তির মাঝারি পাল্লার মিসাইল উৎক্ষেপণ করেছিলো উত্তর কোরিয়া।

Exit mobile version