Site icon Jamuna Television

‘আগামী নির্বাচনে সরকারের একজন মন্ত্রীও জয়ী হতে পারবে না’

সুষ্ঠু নির্বাচন হলে পরাজিত হবে ভেবেই জাতীয় ঐক্যফ্রন্টকে ক্ষমতাসীন দল আক্রমণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, আগামী নির্বাচনে বর্তমান সরকারের একজন মন্ত্রীও জয়ী হতে পারবে না।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরামের আলোচনা সভায় অংশ নিয়ে মওদুদ আরও বলেন, ঐক্যফ্রন্টের মাধ্যমেই সরকারের পরাজয় হবে। সরকার উচিত নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা। কিন্তু তা না করে সরকার বরং পরিবেশ নষ্ট করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, প্রেসক্লাবেই আরেকটি অনুষ্ঠোনে স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান দাবি করেন, খালেদা জিয়ার মামলার রায়ের প্রক্রিয়া এতো দ্রুত যে, তাতেই বোঝা যায় সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি। তিনি বলেন, গণতন্ত্র রুদ্ধ করতে গুম খুন করে মিথ্যা মামলা দিয়ে জনগণকে ভয়ে রাখতে চায় সরকার।

Exit mobile version