Site icon Jamuna Television

কমলার জুস খাওয়ায় বাংলাদেশিকে খুন করল পাকিস্তানি

আহমাদুল কবির, মালয়েশিয়া:

ইফতারের সময় কমলার জুস খেয়ে ফেলায় এক বাংলাদেশি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার এক পাকিস্তানি সহকর্মী। মঙ্গলবার (২০ মার্চ) এক প্রতিবেদনে মালয়েশিয়া গেজেট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৯ মার্চ) ইফতারের সময় সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬’র একটি কারখানার শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য জানান শাহ আলম জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।

তিনি বলেন, সন্দেহভাজন ৫১ বছর বয়সী পাকিস্তানি নাগরিক রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই বাংলাদশিকে একাধিকবার আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। রিপোর্ট দায়েরের ১০ মিনিট পরে ঘটনাস্থল থেকে ওই পাকিস্তানিকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার সকাল ৯টায় আসামিকে রিমান্ডে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। মামলাটিতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড অথবা ৪০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

/এআই

Exit mobile version