Site icon Jamuna Television

‘ঈদের ছুটির আগে বেতন-বোনাস পাবেন পোশাক শ্রমিকরা’

ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের চলতি মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। আজ বুধবার (২০ মার্চ) পোশাক শিল্পের মালিক-শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই বা লে অফ করতে পারবে না কারখানাগুলো। এক্ষেত্রে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি, ঈদের ছুটির আগে পোশাক শ্রমিকদের মার্চ মাসের বেতন ও উৎসব ভাতা দিতে হবে।

ঈদকে সামনে রেখে পোশাক খাতে কোনো শ্রমিক অসন্তোষ ঘটবে না উল্লেখ করে নজরুল ইসলাম চৌধুরী বলেন, পোশাক শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা হবে। আমরা কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর চাই না। এরইমধ্যে শ্রমিকদের অনেক সমস্যার সমাধান হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বৈঠকে শ্রম পরিস্থিতি নিয় আলোচনা হয়েছে। এ নিয়ে বাংলাদেশের অবস্থানের পক্ষে ছিলো বেশিরভাগ দেশ। যেসব বিষয় সমাধান হয়নি তা নিয়ে সামনে নভেম্বর আলোচনা হবে।

/এএম

Exit mobile version