Site icon Jamuna Television

‘ঐক্যফ্রন্ট জনগণের কাছে না গিয়ে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে’

গাজীপুর প্রতিনিধি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের গোঁড়াতেই গলদ তারা শুরুতেই জনগণের কাছে না গিয়ে বিদেশীদের কাছে ধর্ণা দিয়েছে। তিনি আজ বিকেলে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ বিরাজ করছে এবং জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায়। সেই ভোটমুখী জনগণকে আন্দোলনমুখী যারা করতে চাইবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। তিনি সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ স্থগিত প্রসঙ্গে বলেন, সিলেটের ঐক্যফ্রন্টের সমাবেশ বন্ধ করা হয়নি নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে।

তিনি আরো বলেন, চন্দ্রা ফ্লাইওভারের কাজ ৯০ ভাগ সম্পন্ন হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে চালু করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Exit mobile version