Site icon Jamuna Television

দিতির ৮ম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির ৮ম মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৬ সালের ২০ মার্চ পরপারে পাড়ি জমান তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে যেমন নায়িকা হিসেবে পেয়েছেন সফলতা, তেমনি তার ব্যক্তিত্ব ও অভিনয় দর্শকের হৃদয়ে দাগ কেটে আছে এখনও।

দিতির জন্ম ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে। ছোটবেলা থেকেই গান ও অভিনয়ের প্রতি তার ছিলো দুর্নিবার আকর্ষণ। আশির দশকে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির আগমন ঘটে। এরপর অভিনয় করেন দুই শতাধিক বাংলা ছবিতে।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম দুই জীবন, বীরাঙ্গনা সখিনা, আপন ঘর, ভাই বন্ধু, উছিলা, লেডি ইন্সপেক্টর, স্বামী-স্ত্রী, হীরামতি, আজকের হাঙ্গামা, স্ত্রীর পাওনা, মেঘের কোলে রোদ, চার সতীনের ঘর ইত্যাদি।

উল্লেখ্য, সুভাষ দত্তের ‘স্বামী স্ত্রী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৯৮৭ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান দিতি।

/এমএইচআর

Exit mobile version