Site icon Jamuna Television

বসতঘরের সামনে গাঁজার চাষ, গাছসহ আটক ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, রাজবাড়ী:

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দিতে নিজ বসতবাড়ির সামনে ১৭‌টি গাঁজা গাছসহ ফজলু শেখ (৪২) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডি‌বি)। বুধবার (২০ মার্চ) বিকালে এ তথ্য জানায় পুলিশ। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে একা‌ধিক মামলা রয়েছে বলেও জানা গিয়েছে।

আটককৃত ফজলু শেখের বাড়ি উপজেলার ভীমনগর গ্রামে। পুলিশ জানায়, বুধবার ভোরে জেলা ডি‌বি পুলিশের এসআই সনজিব জোয়াদ্দার এর নেতৃত্বে একটি টিম বালিয়াকান্দির ভীমনগর গ্রামে অভিযান প‌রিচালনা করে। অভিযানে ফজলু শেখ এর বসতঘরের সামনে থেকে ১৭টি তাজা গাঁজার গাছ পাওয়া যায়।

এদিকে, ডিবি পুলিশের কর্মকর্তা ম‌নিরুজ্জামান খান ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, আটককৃত আসামীর বিরু‌দ্ধে বেশ কিছু মামলা চলমান রয়েছে। তিনি আরও বলেন, ফজলু শেখ তার বসতঘ‌রের সামনে গাঁজার গাছ লা‌গিয়ে নিজে খাবার পাশাপা‌শি বিক্রিও করতো। প্রাথ‌মিকভাবে ৩‌টি মামলার তথ্য পেয়েছেন তারা।

উল্লেখ্য, এ বিষয়ে বালিয়াকান্দি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএইচআর

Exit mobile version