Site icon Jamuna Television

জাপানের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে গডজিলা!

পুলিশের ভূমিকায় গডজিলা! জাপানের রাজধানী টোকিওর রাস্তায় ধীরে ধীরে হাঁটতে দেখা গেছে জনপ্রিয় এই মুভি চরিত্রের। এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম জাপান নিউজ।

একদিনের জন্য টোকিও পুলিশের দায়িত্ব পালন করেছে গডজিলা। উদ্দেশ্য, ট্রাফিক নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি করা। রাজধানীর পথে পথে ব্যানার হাতে হেঁটে বেড়ায় জনপ্রিয় চরিত্রটি। বাসিন্দাদের প্রতি ট্রাফিক চলাচলের নিয়ম মেনে চলার আহ্বান জানায় সে। শোরগোল পড়ে যায় চারদিকে। গডজিলাকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। সিনেমার বাইরে দানবীয় চরিত্রকে রাস্তায় পেয়ে ছবি তুলতে ছুটে আসে ভক্তরা।

মূলত দেশজুড়ে চলা ট্রাফিক নিরাপত্তা ক্যাম্পেইনের অংশ হিসেবেই রাজপথে নামানো হয় গডজিলাকে। চরিত্রটির পোশাক পরিহিত ব্যক্তিকে একদিনের জন্য দেয়া হয় সম্মানসূচক পুলিশের দায়িত্ব।

/এএম

Exit mobile version