Site icon Jamuna Television

শীর্ষ নেতাদের বহিষ্কারের ঘটনা হাস্যকর, বললেন মাহী বি চৌধুরী

বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেছেন, এক মাস আগে বহিষ্কৃত নেতাদের মাধ্যমে দলের শীর্ষ নেতাদের বহিষ্কার হওয়ার ঘটনা হাস্যকর। সন্ধ্যায় বারিধারায় বদরুদ্দোজা চৌধুরীর বাসায় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রাজনীতিতে এ ধরণের কর্মকান্ড দুঃখজনক ও রাজনৈতিক শিষ্ঠাচারবহির্ভুত।

এর আগে আজ সকালে দলটির সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে অব্যাহতি দিয়ে বিকল্পধারার পাল্টা কমিটি ঘোষণা করা হয়।

এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিকল্পধারার নতুন সভাপতি দাবি করা অধ্যাপক নুরুল আমিন বেপারী। নতুন কমিটিতে মহাসচিব করা হয় শাহ আলম বাদলকে, যাকে গত ১৩ অক্টোবর শৃংখলাবিরোধী কার্যকলাপের অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছিল।

Exit mobile version