Site icon Jamuna Television

ধানমন্ডিতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ দু’জনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

বুধবার ইফতারের পর তাদের আটক করে ধানমন্ডি থানায় নেয়া হয়। পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডির একটি বাসা থেকে তাদের আটক করা হয়। তাদের একজন তারেক আজিজ ও অপরজন আক্কাস। তবে তারা পুলিশের কেউ নন। একজন আইনজীবী ও অপরজন একটি প্রাইভেট কোম্পানির ম্যানেজার।

এর আগেও তারা একাধিকবার ঐ বাসায় যান এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে থানায় তারা সাধারণ ডায়েরিও করেন। বুধবার ইফতারের পর আবারও গেলে ধানমন্ডি থানায় জানানো হয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।

/আরআইএম

Exit mobile version