Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন প্রাবোয়ো সুবিয়ান্তো। বুধবার (২০ মার্চ) দেশটির নির্বাচন কমিশন ঘোষণা করে আনুষ্ঠানিক ফলাফল। জানিয়েছে বার্তা সংস্থা এপি।

৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী সুবিয়ান্তো। বিজয় ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতের দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট। এসময় নির্বাচন কমিশন এলাকার আশপাশে বিক্ষোভ করে পরাজিত দুই দলের সমর্থকরা। অগ্নিসংযোগ করে তারা। সহিংসতার আশঙ্কায় রাজধানী জাকার্তায় মোতায়েন করা হয় ৫ হাজার পুলিশ।

বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় গত মাসে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। বুথফেরত প্রাথমিক ফলাফলেই নিশ্চিত হয় সুবিয়ান্তোর বিজয়। অনিয়ম-দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী।

/এএম

Exit mobile version