Site icon Jamuna Television

পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় নিহত ৫

পশ্চিম তীরের নাবলুসে অভিযানে এক আইডিএফ সৈন্য। ফাইল ফটো।

দখলকৃত পশ্চিম তীরেও থামছে না ইসরায়েলের আগ্রাসন। হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৫ জনের। বৃহস্পতিবার (২১ মার্চ) এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

জেনিনে একটি গাড়ি লক্ষ্য করে বোমা ফেলে তেল আবিবের বিমান বাহিনী। মুহূর্তেই বিস্ফোরিত হয় সেটি। মৃত্যু হয় তিন জনের। আহত হয় একজন। হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বিভাগ। তাদের দাবি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সদস্য ছিলেন যাত্রীরা। নিহতদের মধ্যে দুজন ‘ইসলামিক জিহাদ’-এর জ্যেষ্ঠ নেতা ছিলেন বলেও দাবি করে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারির আগে ব্যস্ত রাস্তায় হামলার শিকার হন হতাহতরা। এছাড়াও, কালকিলিয়াসহ বিভিন্ন এলাকায় ধরপাকড় তল্লাশি অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। অর্ধ শত সামরিক যান নিয়ে ঘিরে ফেলে নূর শামস শরণার্থী শিবির। গুলি করে হত্যা করা হয় দুজনকে। বেথলেহেম থেকে আটক করা হয় ১৬ ও ১৮ বছর বয়সী দুই কিশোরকে।

/এএম

Exit mobile version