Site icon Jamuna Television

অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে টাইগ্রেসরা

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধুঁকছে মাইটি অজিরা। সুলতানা খাতুনের স্পিন ঘূর্ণির পর মারুফা আক্তারের পেস আগুনে মাত্র ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জোত্যি। বোলিং করতে নেমে অবশ্য অধিনায়কের আস্থার প্রতিদান দেন বাংলাদেশের বোলাররা। শুরুতেই সফরকারী অস্ট্রেলিয়াকে চেপে ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলাররা। মাত্র ২৭ রান তুলতেই ৩ উইকেট তুলে নেয় বাঘিনীরা।

এরপর ৪৮ রানে চতুর্থ এবং ৭৮ রানে পঞ্চম উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা।

/আরআইএম

Exit mobile version