Site icon Jamuna Television

মিয়ানমারে আশ্রয় শিবিরে আগুন লেগে ৬ রোহিঙ্গা নিহত

মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তেওয়ে এলাকায় রোহিঙ্গাদের একটি আশ্রয় শিবিরে আগুন লেগে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয় প্রশাসন জানায়, একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৫টি ঘর। যেখানে বসবাস করতেন প্রায় এক হাজার মানুষ।

দেশটির ইরাবতি ম্যাগাজিনে বলা হয়, রাখাইনে ২০১২ সালের সংঘাতে বাস্তচ্যুতরাই আশ্রয় নিয়েছিলেন কেন্দ্রটিতে। ২০১৪ সাল থেকে আশ্রয় কেন্দ্রটি উচ্ছেদের চেষ্টা করছে রাজ্য সরকার। গত বছর ২৫ আগস্ট রাখাইন রাজ্যে দমন-পীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি রোহিঙ্গা।

Exit mobile version