Site icon Jamuna Television

মেট্রোরেলের ক্যান্টিনের ভাড়া ১ হাজার টাকা! তদন্তের নির্দেশ

ফাইল ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উত্তরা ডিপোতে ৭ হাজার ৫৮০ বর্গফুটের স্টাফ ক্যান্টিন প্রতি মাসে মাত্র এক হাজার টাকায় ভাড়া দেয়ার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ১ হাজার টাকা ভাড়া চুক্তির নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মাত্র ১ হাজার টাকা ভাড়া দেয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের করা রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। সেতু বিভাগের সচিবকে বিষয়টি তদন্ত করে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুনানিতে অংশ নিয়ে রিটকারী আইনজীবী তানভীর আহমেদ বলেন, গোটা দেশটা একটা কেকের মতো, ওরা কামড়ে কামড়ে খেতে চায়।

গত ১৪ মার্চ ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (স্টোর ও প্রকিউরমেন্ট) মো. নজরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়া হিসাবে মাসিক এক হাজার টাকা হারে এক বছরের জন্য ভ্যাট ও আয়কর ছাড়া মোট টাকা ১২ হাজার টাকায় এমআরটি লাইন-৬-এর উত্তরা ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুট স্টাফ ক্যান্টিন পরিচালনার জন্য ১ জানুয়ারি দাখিল করা ঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার এন্টারপ্রাইজের দরপত্রটি গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে।

তিন বছরের জন্য চুক্তি সম্পাদন করতে সম্মত রয়েছেন মর্মে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ জারি করার সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। জামানত হিসাবে ২৮ মার্চের মধ্যে ৩ লাখ টাকার পে অর্ডার/ব্যাংক গ্যারান্টি হিসেবে দাখিল করতে হবে।

চুক্তির শর্ত হিসেবে এক বছরের জন্য মোট ১২ হাজার টাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যাংক অ্যাকাউন্টে এবং সমুদয় ভ্যাট ও আয়কর সরকারি কোষাগারে জমা দিয়ে ৪ এপ্রিলের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে হবে। তবে আর্থিক দরপ্রস্তাবে উল্লিখিত খাদ্যতালিকার নির্ধারিত মূল্য তালিকা মেনে ক্যান্টিন পরিচালনা করতে হবে।

/এমএন

Exit mobile version