Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে হাসপাতালে হামলা চালিয়ে কয়েদিকে ছিনতাই

যুক্তরাষ্ট্রের আইডাহো প্রদেশে বোইজি হাসপাতাল থেকে ছিনতাই করা হয়েছে এক ভয়ঙ্কর কয়েদিকে। হাসপাতাল থেকে তাকে পালাতে সাহায্য করেছে নাম না জানা এক সশস্ত্র ব্যক্তি। বুধবার (২০ মার্চ) এ ঘটনায় ব্যাপক গোলাগোলিতে আহত হয়েছেন ৩ পুলিশ কর্মকর্তাও। খবর এপির।

৩১ বছর বয়সী স্কাইলার মিড একজন ‘হোয়াইট সুপ্রিমেসিস্ট’। ভয়ানক এক অপরাধী চক্রের সঙ্গে জড়িত। ২০১৬ সালে তাকে গ্রেফতার করা হয় এবং সর্বোচ্চ নিরাপত্তায় আইডাহোর কুনাতে রাখার নির্দেশ দেয়া হয়। কারাগারে থাকা অবস্থায় আত্নঘাতী হয়ে উঠলে তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার স্থানীয় সময় রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দায়িত্বরত ৩ জন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাতনামা আততায়ী। গুরুতর আহত হলেও বেঁচে আছেন পুলিশ কর্মকর্তারা। এরপরই আততায়ীর সাথে পালিয়ে যায় স্কাইলার।

পুলিশের ধারণা, এটি পরিকল্পিত হামলা। হাসপাতালে অতর্কিত হামলার পর পলাতক বন্দী ও তার সহযোগীকে দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছে কতৃপক্ষ।

/এএম

Exit mobile version