Site icon Jamuna Television

রুশ প্রেসিডেন্ট পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন

পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দেশটির সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের গণনা শেষে পুতিন ৮৭ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছেন। এটি তার রেকর্ড বিজয়। এই জয়ের মধ্য দিয়ে আরও ৬ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত হলো পুতিনের।

পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। গত ১৫ মার্চ এই ভোটগ্রহণ শুরু হয়ে ১৭ মার্চ শেষ হয়। পরদিন পুতিনের বিজয়ের সংবাদ প্রকাশিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। যদিও রাশিয়ার এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে পশ্চিমা বিশ্ব সমালোচনা করছে।

/এমএন

Exit mobile version