Site icon Jamuna Television

অধিনায়কত্ব ছাড়লেন ধোনি, চেন্নাইয়ের নতুন ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করবেন না মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধিনায়কের নাম অফিসিয়ালি ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি।

দলটির নতুন অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়। ২৭ বছর বয়সী এই ব্যাটার ভারতের হয়ে খেলেছেন ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ২০২১ সালের আইপিএলে টুর্নামেন্টের সর্বোচ্চ রান রানসংগ্রাহক ছিলেন তিনি।

বৃহস্পতিবার চেন্নাইয়ে আইপিএলের ট্রফি নিয়ে আসরের ১০ দলের ফটোশুট করা হয়। সেখানে প্রতিটি দলের অধিনায়ক কিংবা সহ-অধিনায়ক উপস্থিত থাকলেও চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করেন রুতুরাজ গায়কোয়াড়।

এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। দলের অধিনায়ক হিসেবে তিনিই আইপিএল ট্রফির পাশে দাড়িয়ে ছবি তোলেন। আর তারপর মঞ্চ থেকে ঘোষণা করতে শোনা যায়, চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ককে দেখুন-রুতুরাজ গায়কোয়াড়।

উল্লেখ্য, আগামীকাল (২২ মার্চ) চেন্নাই-ব্যাঙ্গালুরু ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আইপিএল আসর।

/এমএইচআর

Exit mobile version