Site icon Jamuna Television

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ

নির্বাচনের আগে রাজধানীতে পার্টির সবচেয়ে বড় সমাবেশে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হয়েছেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেন। এসময় তাদের হাতে শোভা পায় বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড। মহাসমাবেশ বর্ণাঢ্য করতে সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন হয়।

শাহবাগ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। নেতা-কর্মীদের স্বাগত জানাতে নগরীর প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে সকাল ১০টায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এতে আসন্ন নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন দলের চেয়ারম্যান।

Exit mobile version