Site icon Jamuna Television

১৫ দিনের মধ্যে হাইড্রোলিক হর্ন থানায় জমা দিতে হবে

বাসের মালিক-চালকদেরকে আগামী ১৫ দিনের মধ্যে গাড়ির হাইড্রোলিক হর্ন নিকটস্থ থানায় জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ রোববার আদালত এ নির্দেশ দেন।

শব্দ দূষণ বন্ধে একটি রিট আবেদনের প্রেক্ষিতে এর আগে গত ২৩ আগস্ট রাজধানীতে চলাচলরত যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

শব্দ দূষণের জন্য দায়ী বিভিন্ন যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন অপসারণে রিটটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রিটে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে।

Exit mobile version