Site icon Jamuna Television

রোনালদোহীন পর্তুগালে বিধ্বস্ত সুইডেন

ছবি: রয়টার্স

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ও গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রাখেন পর্তুগালের ম্যানেজার রবার্তো মার্টিনেজ। তার অধীনে এই নিয়ে ১১ ম্যাচের সবকটিতেই জিতলো ইউরোপের দলটি।

ঘরের মাঠে ম্যাচের ২৪ মিনিটেই লিড নেয় পর্তুগাল। জোরালো শটে স্কোরশিটে নাম তোলেন মিলান তারকা রাফায়েল লিয়াও। মিনিট নয়েকের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মাথেউস নুনেস। বিরতির আগে গোলের দেখা পান ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেস।

বিরতির পর খেলতে নেমে ৫৭ মিনিটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন বদলি ফরোয়ার্ড ব্রুমা। অবশ্য পরের মিনিটেই সুইডেনের হয়ে একটি গোল শোধ দেন ভিক্টর ইয়োকেরেস। ৬০ মিনিটে ব্যবধান ৫-১ করেন পিএসজি তারকা গনসালো রামোস। ম্যাচের শেষ মিনিটে নেইলসন গোল করলেও পরাজয় এড়াতে পারেনি সুইডেন। ৫-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

/এএম

Exit mobile version