Site icon Jamuna Television

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে সাভারে ফের জমি দখল ও চাঁদাবাজির মামলা

জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আশুলিয়া থানায় হাসান ইমাম নামে এক ব্যক্তি এই মামলাটি করেন।

এনিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ওই থানায় দুইটি মামলা দায়ের হলো। মামলার অন্য আসামিরা হলেন- গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও আওলাদ হোসেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষই মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত সোমবার (১৫ অক্টোবর) রাতে মানিকগঞ্জের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি জমি দখল ও কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

Exit mobile version