Site icon Jamuna Television

ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করলো হামাস

ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার (২১ মার্চ) গাজায় তেল আবিবের আগ্রাসনের পাল্টা প্রতিরোধের এই ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড।

এক বিবৃতিতে কাসেম ব্রিগেড জানায়, তিনটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং একটি সাঁজোয়া কর্মী বাহককে লক্ষ্যবস্তু করে রকেট ছোড়ে তাদের বাহিনী। ভিডিওচিত্রে দেখা যায়, ফিলিস্তিনি গেরিলারা বিভিন্ন ভবন থেকে রকেট ছুড়ে ধ্বংস করেছে ইসরায়েলি সেনাদের কয়েকটি ট্যাঙ্ক।

হামাসের দাবি, গাজা সিটিতে গড়ে তোলা হয়েছে এই প্রতিরোধ। মূলত আল শিফা হাসপাতালে যখন ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে তেল আবিব, তখন হাসপাতালের আশপাশের এলাকাগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে হামাসও। যদিও এসব হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

/এএম

Exit mobile version