Site icon Jamuna Television

বৃষ্টি হলেও কমেনি বায়ুদূষণ, ঢাকা আজ প্রথম

আবারও বায়ু দূষণের তালিকায় শীর্ষে ঢাকা। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও কমেনি দূষণ।

শুক্রবার (২২ মার্চ) সকালে বিশ্বের ১২০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান প্রথম। আই-কিউ-এয়ারের বাতাসের মানসূচকে সকাল ১০টার দিকে ঢাকার স্কোর ১৯৩। বায়ুর এ মান অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

বৃহস্পতিবারও ঢাকার অবস্থান ছিল তৃতীয়, আর স্কোর ছিলো ১৭২। বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আই-কিউ- এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি এ সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতোটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। চলতি বছরই বেশ কয়েকবার এই তালিকার শীর্ষে ছিল ঢাকার নাম।

এটিএম/

Exit mobile version