Site icon Jamuna Television

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু!

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলম (৪৮) মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মার্চ) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা।

নিহত শাহ আলম মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল রাকিবের ছেলে। ইতোমধ্যে হত্যার অভিযোগে ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এর জেরে শুক্রবার সকালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ভাতিজা রাজু তার চাচাকে হত্যার হুমকি দেয়। পরে সে রাস্তায় চাচার জন্য অপেক্ষা করতে থাকে। পরবর্তীতে তার চাচা ভ্যান নিয়ে মহেশপুরের দিকে রওয়ানা দেয়। পথিমধ্যে রাজু তার চাচার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version