Site icon Jamuna Television

১০ রোজা পেরিয়ে কমলো বেগুন-শসার দর, এখনও চড়া লেবুর দাম

১০ দিন আগের চেয়ে অর্ধেকে নেমেছে বেগুন-শসার দাম। আজ ছুটির দিনে বেশিরভাগ খুচরা দোকানে বিক্রি হচ্ছে আগের চেয়ে অর্ধেক দরে। তারপরও কৃষকের দামের সাথে বাজারের বিস্তর ফারাক। ব্যবসায়ীরা জানালেন, বাড়তি লাভের আশায় যারা সবজি জমিতে ফেলে রেখেছিল, সেসব পণ্য আসতে শুরু করেছে।

শুক্রবার (২২ মার্চ) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। তবে গোলবেগুনের কেজি এখনও ৮০ টাকা। এদিকে, যোগান বেড়েছে শসার। কেজিতে এখন গুণতে হবে ৫০ থেকে ৬০ টাকা।

তবে লেবু নিয়ে সুখবর নেই। আকারে একটু বড় হলেই প্রতি পিস ২০ টাকা দাম হাঁকছেন ব্যবসায়ীরা। জানালেন, মৌসুম না হওয়ায় এখন রোজার চাহিদার তুলনায় কম লেবু পাওয়া যাচ্ছে। তবে স্থিতিশীল অন্যান্য সবজির দাম।

/এমএন

Exit mobile version