Site icon Jamuna Television

দিনাজপুরে খেলার সময় শিশুর রডের আঘাতে অপর শিশুর মৃত্যু

দিনাজপুর (হিলি) করেসপনডেন্ট:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাড়ির পাশে খেলার সময় এক শিশুর রডের আঘাতে সিয়াম (৩) নামের অপর এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম একই গ্রামের জাকির হোসেন এর ছেলে। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে নিহত সিয়ামের বাবা-মাসহ পরিবারের সবাই।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মোহাম্মদ সালাউদ্দিন মাসুম জানান, শুক্রবার জুমআর নামাজের আগে বাড়ির পাশে শিশু দুটি খেলা করছিল। এ সময় অসাবধানতাবসত এক শিশুর হাতে থাকা রড সিয়ামের শরীরে ঢুকে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবরটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরএইচ/এটিএম

Exit mobile version