Site icon Jamuna Television

চট্টগ্রামে পৌঁছেছে আইয়ুব বাচ্চুর মরদেহ

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। আজ শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে মরদেহ চট্টগ্রামে পৌঁছায়।

সেখান থেকে আইয়ুব বাচ্চুকে নিয়ে যাওয়া হবে তার গ্রামে। দাফন করা হবে মায়ের কবরের পাশে।

চট্টগ্রামের কৃতি সন্তান আইয়ুব বাচ্চুর আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামেও ভক্ত-সাংস্কৃতিক কর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বাদ আসর বন্দর নগরীর দামপাড়া জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে নামাজে জানাজা হবে।

পরে চৈতন্যগলি কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে আইয়ুব বাচ্চুকে। আইয়ুব বাচ্চুর প্রতি শোক ও শ্রদ্ধাঞ্জলি জানাতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে খোলা হয়েছে শোকবই।

Exit mobile version