Site icon Jamuna Television

কোহলিকে ফেরালেন মোস্তাফিজ, একাই ভেঙে দিয়েছেন বেঙ্গালুরুর টপ অর্ডার

আইপিএলের প্রথম ম্যাচে চমক ছড়াচ্ছেন মোস্তাফিজুর রহমান। একের পর এক দারুন ডেলিভারিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ অর্ডারকে দুমড়ে মুচড়ে দিয়েছেন কাটার মাস্টার। নিজের প্রথম ওভারে দুই উইকেট নেবার পর ইনিংসের ১২তম ওভারে আবার বোলিংয়ে এসেই তুলে নিয়েছেন বিরাট কোহলির উইকেট।

মোস্তাফিজুরের ডেলিভারি হাকিয়ে ওভার বাউন্ডারি মারতে যাওয়া কোহলি বাউন্ডারি লাইনে রাচিন রবীন্দ্রের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন। এরপর ক্রিজে আসেন ক্যামেরন গ্রিন। তাকেও দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন কাটার মাস্টার। ব্যক্তিগত দুই ওভার শেষে ৭ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি।

এর আগে, ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন কাটার মাস্টার। কোহলি-ডু প্লেসি জুটির ভয়ংকর রুপ বাড়তেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ওভারের তৃতীয় বলেই ফাফ ডু প্লেসিকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। ব্যাক্তিগত ৩৫ রানে আউট হন ফাফ।

নিজের প্রথম ওভারের শেষ বলে রজত পাতিদারকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান ফিজ। মোস্তাফিজের বলে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন রজত।

/এমএইচআর

Exit mobile version