Site icon Jamuna Television

স্ট্রবেরি চাষে লালমনিরহাটের জাহিদের সাফল্য

সারাদেশ ডেস্ক:

লালমনিরহাটে স্ট্রবেরি চাষ করে সফলতার মুখ দেখছেন জাহিদ বসুনিয়া। হয়েছেন স্বাবলম্বী। ইতোমধ্যে দুই লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আরও ৮ লাখ টাকার স্ট্রবেরি বিক্রির আশা করছেন তিনি।

মাষ্টার্স শেষ করে পৈতৃক জমিতে আলু চাষ শুরু করেন জাহিদ বসুনিয়া। পরে ব্যতিক্রমী কিছু করার আশায় শুরু করেন স্টবেরী চাষ। ইউটিউব দেখে রপ্ত করেন পদ্ধতি। তিন বিঘা জমিতে চারা লাগিয়ে ইতোমধ্যে ২ লাখ টাকার ফল বিক্রি করেছেন।

জাহিদ বসুনিয়া বলেন, ফলন ভালো হয়েছে। তিন বিঘা জমিতে এখন যে চারা আছে, এগুলো থেকে ৩০০ কেজি ফল ৬৫০ টাকায় বিভিন্ন জায়গায় বিক্রি করেছি।

তার বাগানের স্ট্রবেরি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে অন্যত্র। প্রতিকেজির পাইকারি দর সাড়ে ছয়শ টাকা। কাজের সুযোগও তৈরি হয়েছে এ স্ট্রবেরি বাগানে।

জাহিদের সফলতায় উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। স্টবেরি চাষকে আরও সম্প্রসারিত করতে কৃষি ঋণসহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা।

ডিডি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সৈয়দা সিফাত জাহান বলেন, ব্যক্তি পর্যায়ে ছোট পরিসরে স্ট্রবেরি চাষে কেউ ঋণ পাওয়ার উপযুক্ত হলে আমরা কৃষি ব্যাংককে সুপারিশ করবো, ঋণ পাওয়ার ক্ষেত্রে।

উল্লেখ্য, পুষ্টিগুণ সমৃদ্ধ স্ট্রবেরি মূলত শীতপ্রধান দেশের ফসল। বাংলাদেশের আবহাওয়ায়ও চাষপোযোগী এটি।

/এমএন

Exit mobile version