Site icon Jamuna Television

ট্রেনটি ভিড়ের ওপর উঠে যাওয়ার মুহূর্তে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন অনেকে!

ভারতের অমৃতসরে দুর্গাপুজা উৎসবে যখন রাবনের প্রতিমূর্তি দাহ করা হচ্ছিল তখন সেই দৃশ্য দেখার জন্য হাজারো মানুষ গিয়ে অপেক্ষাকৃত উঁচু জায়গা হিসেবে রেললাইনের উপরে গিয়ে দাঁড়ান। কিছুক্ষণের মধ্যে ওই লাইনে এসে পড়ে দ্রুতগামী ট্রেন। মানুষ তখন দাহ দৃশ্য দেখতে এবং সেলফি তুলতে ব্যস্ত। ট্রেনের দিকে কারো খেয়াল নেই।

মুহূর্তেই দ্রুতগামী যানটি ঢুকে যায় ভিড়ের মধ্যেই। এবং সাথে সাথে কাটা পড়েন শতাধিক মানুষ। এর মধ্যে মারা গেছেন ৬১ জন। অনেকে আহত অবস্থায় হাসপাতালে আছেন। ঘটনার পর অনেকের সামাজিক মাধ্যমে ভিডিও ও ছবি শেয়ার দিয়েছেন যাতে দেখা যাচ্ছে ট্রেন ভিড়ের মধ্যে প্রবেশের সময় লোকজন সেলফি তুলতে ব্যস্ত ছিলেন। অন্যদিকে খেয়াল ছিল না।

ভারতের সামাজিক মাধ্যমে এই সেলফি ঝোকের সমালোচনা করছেন কেউ কেউ। আম আদমি পার্টির নেত্রী প্রীতি শর্মা মেনন টুইট করেছেন, ‘যখন ট্রেন মানুষের ওপর দিয়ে যাচ্ছিল তখন তারা ছবি তুলছিল! অবিশ্বাস্য!’

দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের জন্য পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে পাঞ্জাব রাজ্য সরকার।

সূত্র: এনডিটিভি

Exit mobile version