Site icon Jamuna Television

মস্কোর হামলায় জড়িত নয় ইউক্রেন: যুক্তরাষ্ট্র

মস্কোর ক্রকাস সিটি হলে বন্দুক হামলার ঘটনায় ইউক্রেন জড়িত নয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে জানায়, হামলায় ইউক্রেনের জড়িত থাকার কোনো লক্ষণ দেখতে পাওয়া যায়নি।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র তথ্য উপাত্ত সংগ্রহ করছে। তিনি বলেন, আপাতদৃষ্টিতে ইউক্রেনের জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি। তিনি আরও বলেন, হামলার ছবিগুলো সত্যি ভয়ঙ্কর এবং কষ্টদায়ক। এ সময় হামলায় নিহতদের সমবেদনা জানান কিরবি।

রুশ প্রেসিডেন্টশিয়াল ইলেকশনকে সামনে রেখে উগ্রবাদী গোষ্ঠী নাশকতার পরিল্পনা করছে এমন একটি সতর্কতা যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেয়া হলেও কিরবি বলেন, এ হামলার কোনো তথ্য তাদের কাছে ছিল না।

এটিএম/

Exit mobile version