Site icon Jamuna Television

রাশিয়ার ‘পাশে আছি’ বার্তা মোদির

মস্কোয় জঙ্গি গোষ্ঠী আইএস-এর ভয়াবহ হামলা নিয়ে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কঠিন সময়ে রাশিয়ার পাশে আছে তার দেশ বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মস্কোয় জঙ্গি হামলার নিন্দা করে প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে লিখেছেন, ‘মস্কোতে যে ভয়ানক এবং নৃশংস জঙ্গি হামলা সংগঠিত হয়েছে, তার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি আমরা।’

তিনি আরও বলেন, ‘এই হামলায় মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। এই দুঃখের সময়ে রাশিয়া এবং সেদেশের সরকারের পাশে আছে ভারত।’

উল্লেখ্য, এই ধরনের হামলা যে হতে পারে, তা নিয়ে আগেই রাশিয়াকে সতর্ক করেছিল আমেরিকা। বিশেষ করে, রাশিয়ার নির্বাচনের এক মাস পূর্বে এই তথ্য জানায় ওয়াশিংটন।

এআই/এটিএম

Exit mobile version