Site icon Jamuna Television

‘রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবে ইইউ’

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে পূর্ণ সহায়তা এবং মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আশ্বাস দিলো ইইউ। শুক্রবার, আসেম শীর্ষ সম্মেলন শেষে এই আশ্বাস দেন ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি।

১৮ ও ১৯ অক্টোবর দু’দিনের সম্মেলনের পাশাপাশি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বারসে’র সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলি। এসময়, রোহিঙ্গা সংকটের স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে বাংলাদেশ সরকারের পাশে থাকার ব্যাপারে আশ্বাস দেন তিনি।

একইসাথে, প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। দ্বাদশ ইইউ-আসেম সম্মেলনে বারবারই উঠে এসেছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান।

সম্মেলন শেষে, যৌথ এক বিবৃতিতে ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি মিয়ানমারের প্রতি সংখ্যালঘু মুসলিমদের নিধনের সাথে জড়িতদের স্বচ্ছ বিচারব্যবস্থা ও জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।

Exit mobile version