Site icon Jamuna Television

অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা, এখনও তার কোনো প্রমাণ মেলেনি। তবে সতর্ক থাকলে অগ্নিকাণ্ড রোধ সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

শনিবার (২৩ মার্চ) সকালে মিরপুরে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, অনুমোদনবিহীন রেস্টুরেন্টে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় চাঁদাবাজি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতিরিক্ত মুনাফার লোভে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। চাঁদাবাজি দেখলেই পুলিশকে অ্যাকশন নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, চাঁদাবাজি বন্ধে প্রশাসন সবসময় সজাগ রয়েছে। সড়ক মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এটিএম/

Exit mobile version