Site icon Jamuna Television

‘ঐকফ্রন্ট নিয়ে আওয়ামী লীগ বিচলিত নয়, নির্বাচনী সংলাপের দরকার নেই’

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপের দরকার নেই, নির্বাচন কবে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ঐকফ্রন্ট নিয়ে বিচলিত নয় আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে এরশাদ বক্তব্য রাখতেই পারেন তবে সে বক্তব্যের সাথে সরকার একমত নাও হতে পারে।

এছাড়া টক-শোতে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিতর্কিত মন্তব্য প্রচলিত আইনে অপরাধ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। এমন মন্তব্যের নিন্দা জানান বৈঠকে অংশ নেয়া আওয়ামী লীগ নেতারা।

শান্তিপূর্ণ উপায়ে দূর্গাপূজা সম্পন্ন হয়েছে বলেও সভায় জানানো হয়।

Exit mobile version