Site icon Jamuna Television

মধ্যরাতে আগুন, কোটি টাকার ফল পুড়লো বগুড়ায়

বগুড়া ব্যুরো:

বগুড়া শহরের সাতমাথা এলাকায় মধ্যরাতের অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ কোটি টাকার ফলমূল পুড়ে গেছে। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত ১২টি ফলের দোকান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, রাত সোয়া ১টার দিকে তারা শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকার ফলপট্টিতে আগুন লাগার খবর পান। প্রায় আধাঘণ্টায় তাদের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও তার আগেই পুড়ে যায় বেশিরভাগ ফলের দোকান।

জেলা ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম জানান, রমজানকে ঘিরে প্রতিটি দোকানে খেজুর, আপেল, কমলাসহ ১০/১৫ লাখ টাকার ফল মজুদ ছিলো। পাশাপাশি শুক্রবার সারাদিনের বেচাকেনার নগদ অর্থও ছিলো প্রতিটি দোকানে। সব মিলিয়ে এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

/এমএইচআর

Exit mobile version