Site icon Jamuna Television

কেজরিওয়ালের বিচারে মন্তব্য জার্মানির, কড়া প্রতিবাদ ভারতের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার নিয়ে জার্মানির করা মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। জার্মানির মন্তব্যকে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে। শনিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ নিয়ে যে মন্তব্য করেছেন তা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। ভারতে জার্মান দূতাবাসের ডেপুটি মিশন প্রধান জর্জ এনজওয়েইলারকে তলব করে ভারত আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ জানিযেছে।

শনিবার স্থানীয় সময় সকালে দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যেতে দেখা গেছে এনজওয়েইলারকে। সাক্ষাৎ থেকে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, (জার্মানির) এমন মন্তব্যকে আমাদের বিচারিক প্রক্রিয়া ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, তারা প্রত্যাশা করে কেজরিওয়াল নিরপেক্ষ ও পক্ষপাতিত্বহীন বিচার পাবেন। কারণ, ভারত একটি গণতান্ত্রিক দেশ। এর কয়েক ঘণ্টা পর ভারত পাল্টা প্রতিক্রিয়া জানায়।

/এআই

Exit mobile version