Site icon Jamuna Television

বেকায়দায় পড়লে বিএনপি ভারত বিরোধিতার রব তুলে: নানক

বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক তাদের রাজনৈতিক হালে পানি পাওয়ার অপচেষ্টা মাত্র, এমন মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বললেন, বিএনপি নেতারা যখনই বেকায়দায় পড়েছেন বা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তখনই সস্তা ইস্যু তৈরির জন্য ভারত বিরোধিতার রব তুলেছেন।

শনিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, আমি একমাত্র মানুষ যে মাইকিং করে বরিশালে বঙ্গবন্ধুর ঘোষণা মাইকিং করেছিলাম। যদি জিয়াউর রহমান ঘোষক হয়, অন বিহ্যাফ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার কথা বলে, তাহলে কি জাহাঙ্গীর কবির নানকও ঘোষক? তাহলে কি কল রেডিও ঘোষক? এ হলো ইতিহাস বিকৃতি। আমাদের মনে রাখতে হবে আমরা দীর্ঘ একটা কালো অধ্যায় পার করেছি।

/এমএন

Exit mobile version