Site icon Jamuna Television

ঢাকায় ফিলিস্তিন ফুটবল দল

ছবি- ফাইল

বাংলাদেশের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে ম্যাচ খেলতে ঢাকায় পা রেখেছে ফিলিস্তিন ফুটবল দল। শনিবার (২৩ মার্চ) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফিলিস্তিন দল। এর আগে, শুক্রবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গত ২১ মার্চ প্রথম লেগে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল জামাল ভূঁইয়ারা।

তবে বাংলাদেশ আসতে ভিসা বিড়ম্বনায় পড়েছিল ফিলিস্তিন ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ভিসা নিশ্চিত হয় তাদের। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদ এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন।

২৬ মার্চ কিংস অ্যারেনায় বাংলাদেশের মুখোমুখি হবে ফিলিস্তিন। সফরকারী দল ফিলিস্তিন ম্যাচের আগের দিন অনুশীলনের সুযোগ পাবে ম্যাচ ভেন্যুতে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে। কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ড্র করেছিলেন জামালরা। কিংস অ্যারেনায় জাতীয় ফুটবল দল এখনো কোনো ম্যাচে পরাজিত হয়নি।

/এনকে

Exit mobile version