Site icon Jamuna Television

আফগানিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আফগানিস্তানে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৩৩ রাজ্যে ২১ হাজারের বেশি কেন্দ্রে ভোট দেবেন প্রায় ৯০ লাখ নিবন্ধিত ভোটার।

আগামী এক মাসের মধ্যে প্রাথমিক ফল প্রকাশের কথা রয়েছে। দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ- উলেসি জিরগার আড়াইশ’ আসনে, প্রতিদ্বন্দ্বিতা করছেন চার শতাধিক নারীসহ আড়াই হাজারের বেশি প্রার্থী।

এবারই প্রথম নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন আফগান নারীরা। প্রতি রাজ্যে ন্যূনতম একটি করে মোট ৬৮টি সংরক্ষিত আসন রয়েছে তাদের জন্য। ‘ভুয়া’ আখ্যা দিয়ে যেকোনো মূল্যে এ নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছে কট্টরপন্থি সংগঠন তালেবান।

Exit mobile version