Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় সমুদ্র উপকূলে ভেসে এসেছে দুই রোহিঙ্গার মরদেহ

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের মেউলাবোহ উপকূলে ভেসে এসেছে দুই রোহিঙ্গার মরদেহ। রোববার (২৪ মার্চ) মরদেহ দু’টি উদ্ধার করে স্থানীয় জেলেরা। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ছে, দু’টি মরদেহই নারীর। চলতি সপ্তাহের শুরুর দিকে উপকূলে ডুবে যায় রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ট্রলার। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ৭০ রোহিঙ্গা। তবে কর্তৃপক্ষের শঙ্কা, আরও বাড়বে নিহতের সংখ্যা।

এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বড় নৌকাডুবি এটিই। গেলো কয়েক বছর ধরেই নিরাপদ আশ্রয়ের খোঁজে মিয়ানমার থেকে এশিয়ার বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা।

/এআই

Exit mobile version