Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে শতরানের আগেই অলআউট বাংলাদেশ

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানেই গুটিয়ে গেছে টাইগ্রেসদের ইনিংস। দলীয় সর্বোচ্চ ২২ রান আসে নাহিদা আক্তারের ব্যাট থেকে।

ওপেনার ফারজানা হক লিসা ও সোবহানা মোস্তারি ওপেনিংয়ে নেমে শুরুতে দেখেশুনে ব্যাট চালাতে থাকেন। নবম ওভারে মেগান শুট বল করতে আসলে ওভারের তৃতীয় বলে ঊইকেটকিপার হ্যালির তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন সোবহানা মোস্তারি। দলীয় ৪ রান যোগ হতেই আরেক ওপেনার ফারজানা হক লিসা ক্যাচ তুলে দেন ম্যাকগ্রার হাতে। ব্যক্তিগত ৭ রানে আউট হন ফারজানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একে একে বিদায় নেন মুরশিদা খাতুন, নিগার সুলতানা, রিতু মনি ও ফাহিমা খাতুন।

৫২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু এরপরেও নতুন করে লাগাম ধরতে ব্যর্থ হন টেলএন্ডারের ব্যাটাররা। শেষদিকে নাহিদা আক্তার করেন ২২ রান। রিতু মনি, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি।

অস্ট্রেলিয়ার পক্ষে সোফি মোলিনাক্স ১০ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। দলের পক্ষে অতিরিক্ত রান আসে ২০টি।

/এমএইচআর

Exit mobile version