Site icon Jamuna Television

‘ঐক্যজোটের ৭ দফার সব কয়টিই সংবিধান পরিপন্থি’

যোগ্য নেতৃত্বের অভাবে ড. কামাল হোসেনের মতো ব্যক্তিকে নেতা হিসেবে বেছে নিয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ শনিবার ভোলায় যুব মহিলা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ একথা বলেন।

তিনি বলেন, ঐক্যজোট যে ৭ দফার কথা বলেছে, তার সবকটিই সংবিধান পরিপন্থি। কোনটিই গ্রহণযোগ্য নয়। বাণিজ্য মন্ত্রী আরও বলেন, নির্বাচন বালচাল করার ক্ষমতা কারো নেই।

সম্মেলন শেষে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

Exit mobile version