Site icon Jamuna Television

পুতিনকে শোকবার্তা পাঠালেন কিম জং উন

রাশিয়ার মস্কোয় কনসার্টে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় রুশ প্রেসিডেন্টের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।

হতাহতদের পরিবার এবং রুশদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। রোববার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। সেখানে বলা হয়, শনিবার বার্তাটি মস্কোতে পাঠানো হয়েছে। মানবজীবনের জন্য হুমকিস্বরূপ এমন জঘন্য সন্ত্রাসবাদকে কোনো কিছুই ন্যায্যতা দিতে পারে না উল্লেখ করে উত্তর কোরিয়া এই অমানবিক ঘটনায় ব্যথিত বলেও বার্তায় জানায়।

এতে, আগেরদিনের হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন কিম। মানুষ হত্যার মতো ঘৃণ্য অপরাধের নিন্দা জানান তিনি। পিয়ং ইয়ং থেকে এঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, গত বছর কিম জং উনের রাশিয়া সফরের মধ্য দিয়ে দু’দেশের ইতিবাচক সম্পর্ক ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতি আরও বেগবান হয়। উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগও রয়েছে।

/এমএইচআর

Exit mobile version