Site icon Jamuna Television

গোপালগঞ্জে ইঁদুর মারার ফাঁদে আটকে ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের পৃথক স্থানে এ ঘটনা ঘটে। কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার রাতে নিশ্চিন্তপুর গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (২৫) বোরো জমিতে পুঁতে রাখা বাঁশ তুলতে গিয়ে পথিমধ্যে একই গ্রামের হারুন মোল্লার জমিতে দেয়া ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার স্ত্রী খুঁজতে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।

অপরদিকে, একই গ্রামের বিশ্বেস্বর বিশ্বাসের ছেলে সোনাতন বিশ্বাস (৬৫) বিদ্যুতের তারে জড়িয়ে লোক নিহতের ঘটনা শুনে দেখতে যাওয়ার পথে বাড়ির কাছেই তাজির মিয়ার জমিতে বিদ্যুতের ফাঁদে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

/এনকে

Exit mobile version