Site icon Jamuna Television

এখনও শঙ্কামুক্ত নয় লক্ষ্মীপুরে ইফতার খেয়ে অজ্ঞান হওয়া একই পরিবারের ৪ জন

লক্ষ্মীপুর করেসপনডেন্ট:

লক্ষ্মীপুর সদর উপজেলায় ইফতার খেয়ে অচেতন হওয়া একই পরিবারের ৪ জন এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার (২৪ মার্চ) সকালে এ তথ্য জানান লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিন সোহাগ।

এর আগে, শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদের লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের খোয়াসাগর দিঘীরপাড় এলাকার নুরুল আমিন, হোসনেয়ারা বেগম, সোয়েব রহমান ও নাজনিন আক্তার।

স্বজনরা জানান, শনিবার ইফতারের জন্য স্থানীয় বাজার থেকে মিষ্টান্ন ও তরমুজ কেনা হয়। ইফতারে মিষ্টি খান তারা। এরপরই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসক জানান, অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে অসুস্থতার সঠিক কারণ এখনও জানা যায়নি। পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

/আরএইচ

Exit mobile version