Site icon Jamuna Television

মাকে নিয়ে পূজা চেরির আবেগঘন পোস্ট

ছবি: ফেসবুক পেজ।

চিত্রনায়িকা পূজা চেরির মা আর নেই। রোববার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে তার মা ঝর্ণা রায় মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। অ্যাম্বুলেন্সের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট লিখেন পূজা।

পূজার লেখায় ছিলো, ‘এভাবে আমাকে একা করে দিলা মামুনি ? এইটা তো কথা ছিল না। তুমি না বলেছিলে আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কি হবে? আমি কাকে আমার সব কথা বলবো মামুনি?

পোস্টে তিনি আরও লিখেন, ‘কত কথা জমা হয়ে আছে, ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলবো। কিন্তু এইটা কি হলো?তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না ? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করবো ? বলো তুমি?? মা মাগো পারলে আমাকে মাফ করে দিও মা। একমাত্র তুমি ছিলে যার সাথে হাসতাম, রাগ হলে চিল্লাতাম, আবার অন্যের রাগও তোমার উপর ঝাড়তাম। আহ! তখন কি যে শান্তি লাগতো। কিন্তু এখন !! মামুনি বলারও কেও নাই। নিজেকে এখন সান্ত্বনা দিচ্ছি সবাইকে চলে যেতে হয়। চিন্তা করো না মামুনি তোমার কাছে একদিন না একদিন আমিও আসবো। তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না বলে দিলাম। ভালো থেকো মা আমার।’

/এআই

Exit mobile version